বঙ্গবন্ধুর সমাধিতে ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধি দলের শ্রদ্ধা

0

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধি দলের সদস্যরা শনিবার বিকাল ৫ টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তারা অংশ নেন বিশেষ দোয়া ও মোনাজাতে।

এ সময় যুক্তরাজ্যের সাবেক টেক অ্যান্ড ডিজিটাল ইকোনোমি বিষয়ক মন্ত্রী পল স্টুয়ার্ট স্কলি এমপি,  লেবার পার্টির এমপি বীরেন্দ্র কুমার শর্মা, নিল এলান জন কোয়েল, অ্যান্ড্রু হাওয়ার্ড ওয়েস্টার্ন, হাউস অব কমন্সের বিরোধীদলীয় হুইপ ও সিনিয়র সংসদীয় সহকারী ডমিনিক হেনরী থিও মফিট, কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের উপদেষ্টা জিল্লুর হোসেন, কানেক্টের সিইও ড. ইভেলিনা রোডোসালভোভা বানিয়ালিভা, কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর ডা. সুমন চৌধুরী, গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক,  সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, থানা অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমান, বঙ্গবন্ধু সমাধিসৌধের সহকারী কিউরেটর নুরুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here