জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) এসোসিয়েশনের নবনির্বাচিত নেতারা। শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় তারা এই শ্রদ্ধা জানান।
এসোসিয়েশনের সভাপতি মো. লুৎফুল আজীম ও মহাসচিব শেখ শামীম বুলবুলের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন, যুগ্ম মহাসচিব মো. মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শিহাবুল ইসলাম, তথ্যও প্রযুক্তি সম্পাদক মো. আহসান উল্লাহ রাসেল, সদস্য কর কমিশনার আবু সাইদ মো. মুস্তাক, সদস্য কর কমিশনার মো. মোস্তফা, সদস্য কর কমিশনার এস এম আবুল কালাম আজাদসহ অন্যান্য সহ-সম্পাদকবৃন্দ ও সদস্যবৃন্দ।