বঙ্গবন্ধুর “জুলিও কুরি” পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তির প্রতীক “জুলিও কুরি” পদক প্রাপ্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত ঠাকুর, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক আমির হামজা বক্তব্য রাখেন।

এছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়া, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলা সদরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here