বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নোয়াখালী সদরের ওদারহাট বাজারে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই চিকিৎসা সেবা।
চিকিৎসার মধ্যে রয়েছে, ডায়াবেটিক পরীক্ষা, রক্ত ও পেসার পরীক্ষা, বিনামূল্যে ঔষধ প্রদান। বিনামূল্যে এ চিকিৎসা সেবা পেয়ে খুশি গ্রামগঞ্জের হতদরিদ্র নারী পুরুষরা।