জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাটে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আশা রাজপাট স্বাস্থ্যসেবা কেন্দ্রে সোমবার সকাল থেকে দিনব্যপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।
চিকিৎসক মো. আবু তাহের হাওলাদার তাদের স্বাস্থ্য সহকারীদের সহযোগিতায় ব্লাড সুগার পরীক্ষা, ব্লাড প্রেসার পরিমাপ মেডিসিনের অন্যান্য রোগের ব্যবস্থাপত্র প্রদানসহ প্রায় ২০০ নারী পুরুষ ও শিশুদের সাধারণ রোগ নির্ণয় করেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহানুর রহমান, সমাজসেবক নজরুল ইসলাম শিফার, রাজপাট হাই স্কুলের শিক্ষক মো. নওশের আলী মোল্লা প্রমুখ।