স্বাধীন বাংলাদেশের সংবিধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭২ সালে তৎকালীন গণপরিষদে বিল আকারে উপস্থাপিত হয় এবং সর্বসম্মতি ভাবে গণপরিষদে পাশ হয় উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, দেশের সকল ধর্মের মানুষের সমান অধিকারের ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক আধুনিক, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে জাতীয় মূলনীতির আলোকে সংবিধান রচিত হয়। সংবিধান তৈরির ৩৪ জন সদস্যের মধ্যে এম আব্দুর রহিম ছিলেন অন্যতম একজন সদস্য।
তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত, লালন ও বিকশিত করার জন্য প্রয়োজন সংবিধান মর্ম উপলদ্ধি, সঠিক চর্চা ও লালন। দেশের উন্নতি ও সমৃদ্ধি সংবিধানের মূলনীতিসমূহ বিশ্বাস ও লালনের উপর নির্ভর করে। নাগরিক অধিকার ভোগের পাশাপাশি সকল নাগরিকের স্ব স্ব দায়িত্ব ও কর্তব্য যথাযাথ প্রতিপালনের মধ্যেই সংবিধানের মূল তাৎপর্য নিহিত রয়েছে। সংবিধান থেকে প্রাপ্ত অনুপ্রেরণা আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশ একটি স্মার্ট ও টেকসই উন্নয়নের মডেল হবে।
হুইপ বলেন, বঙ্গবন্ধু গণপরিষদে সংবিধান সম্পর্কে বলেন, “শাসনতন্ত্র ছাড়া কোন দেশ-তার অর্থ হল মাঝিবিহীন নৌকা, হালবিহীন নৌকা, শাসনতন্ত্রে মানুষের অধিকার থাকবে, শাসনতন্ত্রে মানুষের অধিকার সঙ্গে সঙ্গে কর্তব্যও থাকবে। শাসনতন্ত্রে জনগণের অধিকার থাকবে, কর্তব্যও থাকবে এবং যতদূর সম্ভব, যে শাসনতন্ত্র পেশ করা হয়েছে, সেটা যে জনগণের আশা-আকাঙ্খার মূর্ত প্রতীক হয়ে থাকবে, যে সমন্ধে আমার কোন সন্দেহ নেই।
জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপসচিব মোরারজি দেশাই বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম এ কাদের, দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার রমিজ আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী প্রমুখ।