বগুড়া-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এমপিপুত্র সনি

0

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন না পেয়ে এবার বাবার পরিবর্তে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে যাচ্ছেন এমপিপুত্র আসিফ ইকবাল সনি। তিনি ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার বিকেলে ধুনট উপজেলা ও ১০টি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে আসিফ ইকবাল সনি বগুড়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।

আসিফ ইকবাল সনি বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের তিন বারের আওয়ামী লীগ মনোনীত বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের ছেলে।

জানা গেছে, গত ২৩ নভেম্বর কেন্দ্রীয় আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়। বগুড়া-৫ আসনের নির্বাচনে ধুনট ও শেরপুর উপজেলার মোট ৯ জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশার আবেদনপত্র জমা দিয়েছিলেন। এতে দলীয় মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজনু। আর মনোনয়ন বঞ্চিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত তিন বারের বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here