বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে ৪১০ পৃষ্ঠাবিশিষ্ট স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে কলেজ প্রাঙ্গণে এই মোড়ক উন্মোচন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আব্দুর রাজ্জাক, টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান ও উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. বেলাল হোসেনসহ প্রমুখ।