বগুড়ার শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০ গ্রামের মানুষের ঘরে ঘরে চলছে নানা উৎসব। প্রতিবছর নবান্নকে ঘিরে উপজেলার উথলী বাজারে বসে মাছের মেলা। দুই শত বছরের ঐতিহ্যবাহী একদিনের এই মাছের মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা বড় বড় দেশীয় মাছের পসরা সাজিয়ে বসেন মাছ ব্যবসায়ীরা। এটি নবান্ন শস্যভিত্তিক একটি ঐতিহ্যবাহী লোকজ উৎসব।
জানা যায়, প্রতি বছর নবান্ন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উথলি, মোকামতলা, মহাস্থান এলাকায় বসে মাছের মেলা। পুরাতন এই মেলার মূল আকর্ষণ বড় বড় বিভিন্ন প্রজাতীর মাছ। মেলায় একদিনে কয়েক কোটি টাকার মাছ বিক্রি হয় বলে জানিয়েছে মেলা কমিটির আয়োজকরা।
শিবগঞ্জ উথলি মাছ মেলা কমিটির ইজারাদার আজিজুল হক জানান, বাংলার ইতিহাস ঐতিহ্যের অংশ হিসেবে প্রতিবার এই অগ্রহায়ন মাসে নবান্ন উপলক্ষ্যে একদিনের মাছের মেলা হয়ে আসছে। এলাকার মেয়ে জামাই আত্মীয় স্বজনদের নানা ধরণের দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেলায় আসা বড় বড় দেশীয় প্রজাতির মাছ।