বগুড়া শহরের স্টেশন রোডে সপ্তবদী মার্কেটের পশ্চিম পার্শ্বে অগ্নিকাণ্ডে ফল মার্কেট পুড়ে ভস্মীভূত।
শুক্রবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ১১টি ফলের দোকান পুড়ে গেছে।
ফল মার্কেটের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ১২টার দিকে মার্কেট বন্ধ করে বাড়িতে যায়। কিছুক্ষণের মধ্যেই খবর পাই মার্কেটে আগুন ধরেছে। দ্রুত ঘটনাস্থলে আসার পর আগুনের ঊর্ধ্বগতি দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ভস্মীভূত মার্কেট পরিদর্শনে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।