বগুড়ায় ৪ সেতুসহ ৭ প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

দেশব্যাপী ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস, ডিটিসিএ ভবন, বিআরটিএ’র স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, বিআরটিসি’র বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বগুড়ায় ৪টি সেতুসহ ৭ প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে আয়োজিত ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে বক্তারা বলেন, দেশজুড়ে সড়ক যোগাযোগ উন্নয়ন চলছে অদম্য গতিতে। সারাদেশের আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সড়ক যোগাযোগ উন্নয়নে নির্মাণ করা হয়েছে এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, সেতু, কালভার্ট, ওভারপাস, আন্ডারপাস এবং মহাসড়ক। দেশের সকল প্রান্তকে নিরবচ্ছিন্নভাবে যুক্ত করতে অনেক সেতু নির্মিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে বদলে যাচ্ছে বাংলাদেশ।  

বগুড়া সড়ক বিভাগ জানায়, ৫৮ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে বগুড়ার ৪টি সেতু নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে প্রায় ৩৮ মিটার দৈর্ঘ্য এবং সোয়া ১০ মিটার প্রস্থের ১ স্প্যান বিশিষ্ট গাবতলী উপজেলার ধলির বিলে জয়ভোগা সেতু। ৪০ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ২৯৮ দশমিক ৮০ মিটার দৈর্ঘ্য এবং ৮ মিটার প্রস্থের ৯ স্প্যান বিশিষ্ট সোনাতলা উপজেলার বাঙালী নদীর উপর আড়িয়ারঘাট সেতু, বগুড়া নাটোর সড়কে শাজাহানপুর উপজেলার ভদ্রানদীর উপর প্রায় ৪ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ২৮ দশমিক ৭৮ মিটার দৈর্ঘ্য এবং ১২ মিটার প্রস্থ ১ স্প্যানের একটি সেতু এবং সারিয়াকান্দি সড়কে ৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ২১ .৭০ মিটার দৈর্ঘ্য এবং সোয়া ১০ মিটার প্রস্থের শাহবাজপুর সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সেতুগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here