শুক্রবার বিকেলে বগুড়া পৌর ছাত্রলীগের আয়োজনে শহরের সাতমাথায় মুজিব মঞ্চের সামনে ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও প্রধানবক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়।
পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি সবুজ, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ শেখ, তাশফিকুর রহমান, ওমর, মোস্তফা আল মামুন, মাহবুবুর রহমান মারুফ, ওয়ার্ড ছাত্রলীগ নেতা তিতাস, হুরাইরা, মোরসালিন, আশিক, মেহেদী, রুহান, রিয়ন, মেবিন, ইমন।