বগুড়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

0

বগুড়ার আদমদীঘিতে চাচার ইটের আঘাতে ভাতিজা আজিজার মন্ডল খুনের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি রিপন হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার রিপন ওই মামলার আরেক আসামি উপজেলার সান্দিড়া গ্রামের ফরিদ মন্ডলের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আজিজার মন্ডল ও তার ছোট ভাই আজিজুলের সঙ্গে তাদের আপন চাচা ফরিদ মন্ডলের পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় পূর্ব শত্রুতার জেরধরে আজিজার ও ফরিদের বাড়ির সামনের সরু গলিতে তুচ্ছ বিষয় নিয়ে উভয়পরিবারের মধ্যে মারপিট শুরু হয়। এতে দু’পক্ষের মধ্যে অন্তত ৬ জন আহত হন। তবে মারপিট ঘটনায় চাচা ফরিদ মন্ডল তার ভাতিজা আজিজারের মাথায় ইটের আঘাত করায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত বুধবার ভোর সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওইদিন রাতেই নিহতের স্ত্রী আছিরন বেগম বাদী হয়ে রিপন হোসেনকে প্রধান আসামী এবং তার বাবা ফরিদ মন্ডলসহ ৪ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে  তৎপরতা চালানো হচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here