দেশবগুড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহতBy AmarNews.com.bd - September 21, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় রিমন হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমন হোসেন নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের নিনগ্রামের আবু তালেবের ছেলে।