বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে শুরু হচ্ছে ২৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের ম্যাচ। শনিবার বরিশাল ও রংপুর বিভাগ মুখোমুখি হবে। ম্যাচকে সামনে রেখে শুক্রবার সকালে উভয় দলই অনুশীলন করেছে।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার তথ্য অনুযায়ী, এনসিএলের মোট তিনটি ম্যাচ বগুড়ায় অনুষ্ঠিত হবে। অন্যান্য দুটি ম্যাচ—২২-২৫ নভেম্বর সিলেট বনাম চট্টগ্রাম এবং ৬-৯ ডিসেম্বর রংপুর বনাম খুলনা। কোনো ম্যাচেই দর্শকদের জন্য টিকিটের ব্যবস্থা নেই; দর্শকরা বিনামূল্যে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন।
এবারের এনসিএলে জাতীয় দলের বর্তমান–সাবেক তারকারা অংশ নিচ্ছেন। রংপুরের হয়ে খেলছেন রিশাদ হোসেন, নাসির হোসেন ও নাঈম ইসলাম। বরিশালের দলে আছেন জাতীয় দলের স্পিনার তানভীর ইসলাম ও সাবেক ওপেনার সামশুর রহমান শুভ।
ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরু হবে এবং সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

