বগুড়ার শাজাহানপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) বিকালে মাড়িয়া স্কুল মাঠে কানুপুর নিউ স্টার ও কচুয়াদহ একতা ক্লাব এ সেমিফাইনালে অংশ নেয়।
এতে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।
আমরুল ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি খবির উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, মোজাফফর চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুল্লাহ ইবনে আইয়ুব ছোটন, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক রেজাউল, বিএনপি নেতা রজব আলী বাবলু, জহুরুল মাস্টার, আরমান হোসেন, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, আমরুল ইউনিয়ন বিএনপি আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক সাজেদুর রহমান সাজু, জাসাস বিপুল রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।
ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় উপজেলার কচুয়াদহ একতা ক্লাব দল ২-০ গোলে শেরপুর উপজেলার কানুপুর নিউ স্টার দলকে পরাজিত করে বিজয়ী হয়।