বগুড়ায় শহীদ ওসমান শরীফ হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

0
বগুড়ায় শহীদ ওসমান শরীফ হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বগুড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান শরীফ হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ইনকিলাব মঞ্চ বগুড়ার আয়োজনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় বিএনপি, জামায়াত, এনসিপি, জেএসডিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

ইনকিলাব মঞ্চ বগুড়ার আহ্বায়ক মুয়াজ বিন মোস্তাফিজের সঞ্চালনায় জানাজার আগে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল।

এ সময় গায়েবানা জানাজায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আবদুল মালেক, জেএসডি নেতা রেজাউল বারী দিপন, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন দলের নেতাকর্মীবৃন্দ।

গায়েবানা জানাজা ও দোয়া পরিচালনা করেন হাকির মোড়ের শাহপাড়া জামে মসজিদের খতিব আহসান হাবিব সাকি। দোয়া মাহফিলে শহীদদের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়।

জানাজা পূর্ববর্তী বক্তব্যে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শক্তি এখনও দেশে সক্রিয় রয়েছে এবং দেশকে অস্থিতিশীল করতে গুপ্ত হামলা চালাচ্ছে। তারা বলেন, কোনো ষড়যন্ত্রই দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। হাদিকে হত্যার মধ্য দিয়ে ঘরে ঘরে হাদির জন্ম হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here