বগুড়ায় শতাধিক স্টল নিয়ে শুরু হচ্ছে শিল্প ও বাণিজ্য মেলা

0

আকর্ষণীয় হরেক রকমের খাবার, মহিলাদের জন্য কসমেটিকস, শিশুদের বিনোদনের জন্য ভুতের বাড়ি, স্পিনার, নৌকা, নাগর দোলাসহ বিভিন্ন দেশীয় পোশাক নিয়ে বগুড়ায় মাসব্যাপী শুরু হচ্ছে শিল্প ও বাণিজ্য মেলা। ইতিমধ্যেই সবগুলো প্যাভিলিয়ন এবং স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে দেশের খ্যাতিমান শিল্পী সুকুমার বাউলকে আমন্ত্রণ জানানো হয়েছে এই মেলায়।

জানা যায়, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র আয়োজনে আগামীকাল সোমবার বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া হাসপাতাল মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ব্রাদার্স কর্পোরেশনের বাস্তবায়নে মেলায় ১০০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে তরুণ উদ্যোক্তারা মেলায় অংশগ্রহণ করছেন। ৬টি প্যাভিলিয়নসহ স্টলগুলোতে আকর্ষণীয় পণ্য থাকছে।

এ ছাড়া দর্শনার্থী শিশুদের বিনোদনের জন্য ইলেক্ট্রিক নাগরদোলা, ড্রাগন ট্রেন, ভুতের বাড়িসহ নানান ধরনের আধুনিক রাইড থাকছে। প্রতিদিন ২০ টাকা প্রবেশ ফি’র মাধ্যমে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে দেশের খ্যাতিমান বাউল শিল্পী সুকুমার বাউলকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর মাধ্যমে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করবেন। পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস জানান, বগুড়ায় উৎসবমুখর পরিবেশে শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। মাসব্যাপী এই মেলায় ৬টি প্যাভিলিয়ন এবং ১০০টি স্টল আকর্ষণীয় পণ্য নিয়ে অংশ নিচ্ছে। এ ছাড়া শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের আধুনিক রাইড, হরেক রকমের খাবার ও দেশীয় পোশাক দৃষ্টি কাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here