বগুড়ায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দলছুট হনুমান

0

বগুড়ার ধুনট উপজেলায় খাবারের সন্ধানে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিরল প্রজাতির দলছুট একটি মুখপোড়া হনুমান। খাদ্য সঙ্কটের কারণে হনুমানটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা করছেন অনেকে।

সোমবার সকাল থেকে উপজেলার যমুনা নদীর বাঁধের ওপর ভান্ডারবাড়ি, পুকুরিয়া ও ভুতবাড়িসহ প্রত্যন্ত এলাকার বিভিন্ন গ্রামে ঘুরছে হনুমানটি। মুখপোড়া হনুমান দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে।

হঠাৎ বাড়ির টিনের চালে হনুমানের দৌড়াদৌড়ি দেখে মানুষের নজর পড়ে। কখনও আমগাছের ডাল ধরে লাফিয়ে ওঠে টিনের চালে। কখনও টিনের চালে বসে লোকজনের মুগ্ধতা উপভোগ করে হনুমানটি। অনেকে হনুমানটিকে কলা, বিস্কুট, বাদাম, কেকসহ বিভিন্ন ধরনের খাবার দিচ্ছেন। খাবার খেয়ে আবারো গাছে উঠে যাচ্ছে। কেউ প্রাণীটির দৃষ্টি আকর্ষণের জন্য নানাভাবে অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করছে। আবার কেউবা কারণে-অকারণে প্রণীটিকে লক্ষ্য করে ঢিল ছুড়ছেন। ফলে প্রাণের ভয়ে নিজের স্থান বার বার পরিবর্তন করছে হনুমানটি।

উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের জাহিদুল ইসলাম জানান, এলাকায় হঠাৎ করে হনুমানটির আগমন ঘটে। হনুমানটি খুবই বড় ও দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছিল। এটি খাবারের আশায় বারবার মাটিতে নেমে আসার চেষ্টা করছিল। কিন্তু মানুষের ভিড় দেখে ভয় পেয়ে ঘরের চালে ও গাছের ডালে উঠে আশ্রয় নেয়।

বগুড়া স্বেচ্ছাসেবী সংগঠন তীরের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তারি তাবাসসুম শিথিলা জানান, বনে খাদ্যের অভাবে হনুমানটি দলছুট হয়ে এ এলাকায় চলে এসেছে। এরা সারা দেশজুড়ে বিচরণ করে। হয়তো যেখান থেকে এসেছে, সেখানে চলে যাবে। তবে প্রাণীটিকে বিরক্ত না করার আহ্বান জানান তিনি।

ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, হনুমানটি নিরাপদ খাদ্য ও আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। এই হনুমান সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here