আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষণার পর বগুড়ার গাবতলীতে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে রেললাইন রক্ষণাবেক্ষণ দলের নজরে আসে যে, লাইনের দুটি ফিশপ্লেট খোলা রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে উপজেলার সুখানপুকুর ও সৈয়দ আহমদ কলেজ স্টেশনের মাঝামাঝি নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ফিশপ্লেটগুলো পুনরায় স্থাপন করে ট্রেন চলাচল স্বাভাবিক করেন।
বগুড়া রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, সময়মতো ফিশপ্লেটগুলো পুনরায় স্থাপন করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এটি পরিকল্পিত নাশকতার চেষ্টা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ঘটনার পর থেকে রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। জেলার বিভিন্ন স্টেশন ও রেলপথে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে।

