বগুড়ায় রাজশাহী রেঞ্জ পুলিশের আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার সকালে পুলিশ লাইন্স মাঠে এ খেলার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, আব্দুর রশিদ, মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছে বগুড়া জেলা পুলিশ বনাম জয়পুরহাট জেলা পুলিশ।