প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ায় শান্তি সমাবেশ ও মিছিল করেছে যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে বগুড়া শহর ও সদর উপজেলা যুবলীগের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
শান্তি সমাবেশে শহর যুবলীগের সভাপতি মাফুজুল আলম জয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসানের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।