বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে চার জনের বিনাশ্রম কারাদণ্ড

0

সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালত চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রবিবার রাতেই তাদের বগুড়া জেলার কারাগারে প্রেরণ করা হয়েছে। 

বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক এ রায় ঘোষণা করেন।

তাদের মধ্যে বাবু ইসলামকে ৭ দিন এবং অপর ৩ জনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত রবিবার রাতেই কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের বগুড়া জেলার কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সবুজ কুমার বসাক বলেন, এ উপজেলার যেখানেই অবৈধভাবে বালু উত্তোলন করা হবে, সেখানেই অভিযান পরিচালনা করে বালু উত্তোলনকারীদের সরাসরি জেলে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here