বগুড়ায় ব্যবসায়ী হত্যা, দুই আসামি রিমান্ডে

0
বগুড়ায় ব্যবসায়ী হত্যা, দুই আসামি রিমান্ডে

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় লোটো শোরুম ম্যানেজার অপহরণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বগুড়া আদালত লোটো শোরুম ম্যানেজার পিন্টু আকন্দ (৩৮) হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুপচাঁচিয়া উপজেলার সাজাপুর গ্রামের মাইক্রোবাস চালক সানোয়ার হোসেন (৪০) ও করমজি গ্রামের সাকিব (২৪)-এর পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। সাতদিনের রিমান্ড আবেদন শুনানি শেষে পাঁচদিন মঞ্জুর করা হয়।

এদিকে শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কোমরনই এলাকায় অভিযান চালিয়ে জেলহজ আলী (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করে র‌্যাব-১২। পরে তাকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানান র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান।

পুলিশ জানায়, গত ২২ ডিসেম্বর দুপচাঁচিয়া সিও অফিস মোড়সংলগ্ন খন্দকার মার্কেট থেকে পিন্টু আকন্দকে অপহরণ করা হয়। পরে আদমদীঘি উপজেলার কোমরভোগ গ্রামে একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনাজ খাতুন দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here