ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে বগুড়ায় ৫৪ জন মেধাবী শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি। শুক্রবার বেলা ১১টায় মমইন অডিটোরিয়ানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহত্তর বগুড়া সমিতি শিক্ষা ট্রাস্ট ঢাকার চেয়ারম্যান মোছা. নাসরিন বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেধার কোনো বিকল্প নেই। তাই প্রতিটি ছাত্রছাত্রীকে মেধা বিকাশে পড়াশোনায় মনোযোগী হতে হবে। লেখাপড়ার মাধ্যমে বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে হবে। একজন শিক্ষার্থী শুধু পড়াশোনায় মেধাবী হলে চলবে না তাদেরকে দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।