বগুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

0
বগুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ এই প্রতিপাদ্যে বগুড়ায় ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

এর আগে আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম। র‌্যালি শেষে সমিতির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ও সমিতির প্রশাসক মো. আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর, হাসপাতালের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ডা. রোখশানা বানু এবং পরিচালক চিকিৎসা সেবা ডা. মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফারহানা সোহেলী।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এখন বৈশ্বিক মহামারি। ১৯৯১ সাল থেকে বিশ্বজুড়ে ডায়াবেটিস সচেতনতা বাড়াতে এ দিবস পালিত হয়ে আসছে। কর্মজীবী মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বেশি। তাই জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন ও সচেতনতা বাড়ানো অপরিহার্য।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী সমিতির প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ক্যাম্প আয়োজন করা হয়। গ্লুকোমিটারের সাহায্যে প্রায় তিন শতাধিক মানুষ রক্তের শর্করা পরীক্ষা করান। যাদের ডায়াবেটিস শনাক্ত হয়, তাঁদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন সমিতির চিকিৎসকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here