বগুড়ায় বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার

0

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিস ভাঙচুর, মাদক, চুরিসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে নারীসহ ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, গত বছরের ২৫ ডিসেম্বর দিবাগত রাত দেড়টায় উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকঞ্চি গ্রামে বিএনপি অফিসে ভাঙচুর ও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো মামলায় রবিবার রাতে কয়াকঞ্চি গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে শামীম প্রামানিক (৪২) এবং তার ছেলে তারেককে (২১) গ্রেপ্তার করে পুলিশ। ওই রাতের নশরতপুর ধনতলা গ্রামের ইবাদত আলীর ছেলে শাহিনুর ইসলামকে (৩৬) ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উপজেলার কালিবাড়ি এলাকায় একটি মৎস্য হাচারির সামনে সন্দেহ জনক ঘোরাফেরার সময় উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনীর মকবুলের ছেলে সুমন (২৬) ও মৃত আলমগীরের ছেলে মিজুকে (২৬) গ্রেপ্তার করা হয়। এছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে রায়হান রাব্বী (৩৫) ও কোহিনুর বেগমকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। 

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here