বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে। অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে বেশকিছু মাদকদ্রব্য ও ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ সদস্যরা। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গ্রেফতার ৩৮ জনের মধ্যে মাদক মামলায় ১৬ জন, মাদক সেবী ১২ জন, আইনশৃঙ্খলা পরিবেশ বিঘ্ন করায় ১৫১ ধারায় ৫ জন, পরোয়ানামূলে ৩ জন ও বার্মিজ চাকুসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে আড়াই কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা, ফেন্সিডিল ২৪ বোতল ও ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরে আইনশৃঙ্খলা পরিবেশ সুষ্ঠ রাখতে এ অভিযান চালানো হয়েছে।