বগুড়ায় বিদ্যালয়ে সিলিং ফ্যান পড়ে দুই ছাত্রী আহত

0

বগুড়ার শেরপুরে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে হঠাৎ সিলিং ফ্যান খুলে মাটিতে পড়ে দুই ছাত্রী আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। আহত দুই ছাত্রীর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার মাথা ফেটে যাওয়ায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত দুই স্কুল ছাত্রী হলো-ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সজনী সিং ও মোছা. আঁখি আক্তার।

ছোনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদী খুদা জানান, বিগত কয়েক মাস আগে বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করা হয়েছিল। হঠাৎ ফ্যান খুলে পড়ে দুই ছাত্রী আহত হওয়ার ঘটনাটি খুবই দুঃখজনক। আহত ছাত্রীদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়ে উঠছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here