বগুড়ায় বাড়ির সীমানা বিরোধে সংঘর্ষে নিহত ১, আহত ৪

0
বগুড়ায় বাড়ির সীমানা বিরোধে সংঘর্ষে নিহত ১, আহত ৪

বগুড়ার গাবতলীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামের একজন খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের মৃত আব্দুস সাত্তর এর ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন। আহতরা হলেন- একই গ্রামের জেমি খাতুন (৩৫), শিফা খাতুন (২৫), বৃষ্টি খাতুন (১৫) ও আতাউর রহমান (৫৫)। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

জানা যায়, উপজেলার জাতহলিদা মধ্যপাড়া গ্রামের মৃত বুলু প্রামানিকের ছেলে মো. মন্টু, মো. বাবলু ও মো. মামুন এর সাথে দীর্ঘদিন ধরে বাড়ির সীমান নিয়ে আবু বক্কর সিদ্দিক ও আজিজার রহমানের ছেলে আতাউর রহমানের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় তারা তিনজনে মিলে আবু বক্কর সিদ্দিককে মারপিট করতে থাকে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন আতাউর রহমানসহ আরও চারজন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) হুমায়ন কবির ও গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান আনিছ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান আনিছ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here