বগুড়ায় নিশিন্দারা উত্তরপাড়া যুব সমাজ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে বারপুর সিজান একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার শহরের ধরমপুর মাঠে ফাইনাল ম্যাচে বারপুর মধ্যপাড়া নব যুব সংঘকে ২-১ গোলে হারায় তারা।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
দিগন্ত আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এজাজ আহমেদ আসলামের সভাপতিত্বে পুরস্কার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের অফিস সম্পাদক আব্দুল হামিদ বেগ, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, ১৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির রেজাউল করিম রেজাসহ অন্যরা।
এর আগে খেলার উদ্বোধন করেন শাহীনুর প্রিন্টিং প্রেসের স্বত্ত্বাধিকারী মো. মাহাবুবুর রহমান।

