বগুড়ায় পৃথক দুই হত্যাকাণ্ডের মামলায় ২ আসামি গ্রেফতার

0

বগুড়ায় পৃথক দুই হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দুপুরে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কামান্ডার (এসপি) মীর মনির হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এই র‌্যাব কর্মকর্তা সংবাদ সম্মেলনে জানান, জেলার ধুনট উপজেলার মুরগী ব্যবসায়ী গোলাম রব্বানী পাওনা টাকা নিয়ে ঝগড়ায় জড়িয়ে পরেন। এসব কারণে গত ৫ ফেব্রুয়ারি উপজেলার লাংলু গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের বাবা ছয়ফল প্রামানিক বাদী হয়ে ধুনট থানায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মামলার এজাহারভুক্ত আসামি মো. রিয়াদ (২৩) পলাতক ছিলেন। তিনি লাংলু গ্রামের মোত্তেজার রহমানের ছেলে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে নরসিংদী শহর এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ হত্যাকাণ্ডে নিজের সর্ম্পৃক্ততা স্বীকার করেছেন। মুরগির ব্যবসার পাওনা টাকা ফেরত চাওয়ায় তিনিসহ আরও কয়েককজন পাওনাদার পরিকল্পিভাবে রব্বানীকে হত্যা করে। জড়িত বাকিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here