বগুড়ায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

0
বগুড়ায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল ও তিনটি দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বাবুর বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বগুড়া ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ তমালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহজাহানপুর উপজেলার খরনা ওমরদিঘি গ্রামের ইজার উদ্দিনের ছেলে রায়হান আলী রানা (৪০) এবং শাকপালা গ্রামের জামাল পোদ্দারের ছেলে ফিরোজ পোদ্দার (৩৮)।

জানা গেছে, রায়হান আলী রানা ও ফিরোজ পোদ্দার ধুনট উপজেলার বাবুর বাজার এলাকায় খোকন মিয়ার বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও তিনটি চাপাতি জব্দ করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here