বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সনি গ্রেপ্তার

0

বগুড়ার গাবতলী উপজেলায় শাহরিয়ার সনি (২৫) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

বুধবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পীরগাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহরিয়ার সনি বগুড়া গাবতলী উপজেলা রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচ কাতুলী গ্রামের ফেরদৌস ওয়াহিদের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ৷

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, শাহরিয়ার সনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here