নিরাপদ খাদ্যের বিকল্প নাই- প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার ক্রবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৪ উদযাপন করা হয়। দিবসের কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ-আল-মারুফের (উপসচিব) নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল এর সভাপতিত্বে জেলা পরিষদ মিনায়তনে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ-আল-মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপপরিচালক, মো. মতলুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি স্নিগ্ধ আখতার।
বগুড়া জেলা শিক্ষা অফিসার মাঃ হযরত আলী, সিভিল সার্জন প্রতিনিধি ডা. মোঃ সাজ্জাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার অতিরিক্ত উপপরিচালক মোঃ মশিদুল হক, কৃষি বিপণন অধিদপ্তরে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মমতা হক। আলোচনায় জাতীয় জীবনে নিরাপদ খাদ্যের গুরুত্ব, খাদ্য উৎপাদন পর্যায়েও নিরাপদতা নিশ্চিতে বক্তারা গুরুত্ব আরোপ করেন। এবারের জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৪ এ বগুড়া জেলার সদর ও শাজাহানপুর উপজেলার প্রায় শতাধিক কৃষক যারা নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদন করেন তাদেরকে র্যালি ও আলোচনা সভায় যুক্ত করা হয়।