বগুড়ার কাহালু পাল্লাপাড়া গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে জ্যৈষ্ঠ মেলায় নাগরদোলা ভেঙে শিশুসহ কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
একদিনের মেলা গত শুক্রবার শেষ হলেও মেলার দোকানপাট ও নাগরদোলা চলছিল।
আহত রিফাত অক্তার (১৬), তামিম হোসেন (৯), সজীব (১৭), রুমানাকে(১৭) কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে রুমানার অবস্থা কিছুটা খারাপ হওয়ায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, ঘটনার পর নাগরদোলার মালিক পালিয়ে যান। ধারণ ক্ষমতার অতিরিক্ত লোক ওঠানোর কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।