বগুড়া সারিয়াকান্দিতে বাঙালি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাকিবুল হাসান রাকিব (১২) নামের একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাকিবুল নিজাম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বয়রাকান্দি গ্রামের রুস্তম ফকিরের ছেলে।
জানা গেছে, রাকিব পড়াশোনার জন্য একই ইউনিয়নের বরইকান্দি মাষ্টার পাড়া গ্রামের নানা ফজলু সরকারের বাড়িতে থাকত। শনিবার দুপুর ১টার দিকে রাকিব তার ৩ জন সহপাঠীদের নিয়ে মাছিরপাড়া সেতুর কাছে বাঙালি নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে রাকিব গভীর পানিতে তলিয়ে যায়। পরে তার সহপাঠীরা এ সংবাদ তার পরিবারের কাছে দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে রাকিবকে অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরে তারা বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিসকে জানায়। সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বিকাল ৩ টায় তার লাশ উদ্ধার করে।