বগুড়ার সোনাতলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই স্কুল শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এতে করে ওই দুই শিক্ষক বর্তমানে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
এলাকাবাসি ও থানা সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের হুয়াকুয়া গ্রামের বাসিন্দা খাইরুল ইসলাম বেপারীর ছেলে ও হুয়াকুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মশিউর রহমান (৩৯) ও একই গ্রামের বেলাল উদ্দিন বেপারীর ছেলে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফুল ইসলাম (২৯) সম্পর্কে চাচাতো জ্যেঠাতো ভাই।
এ বিষয়ে স্কুল শিক্ষক মশিউর রহমানের স্ত্রী বলেন, তার স্বামী এক আত্মীয়র নিকট থেকে জমি কেনার জন্য সোনাতলা ভূমি রেজিষ্ট্রি অফিসে গিয়ে বাঁধার সৃষ্টি করে। এক পর্যায়ে তার স্বামী ও দেবরের উপর হামলা চালায়। এতে করে তারা আহত হয়। হামলাকারীরা এসময় তার স্বামীর নিকট থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
ওসি সৈকত হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। এছাড়াও আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।