বগুড়ায় দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা শুরু

0

৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বগুড়ায় দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে রবিবার বেলা ১১টায় জিলা স্কুলে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তাঁর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন। সেই কারণে আমরা বগুড়ায় বিজ্ঞান মেলার আয়োজন করেছি। এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করবেন। 
অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা শিক্ষা অফিসার হযরত আলী। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here