বগুড়ায় তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন

0
বগুড়ায় তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন

আগামী ২৮ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনের এমপি প্রার্থী তারেক রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রবিবার দুপুরে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেছেন বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সুমন প্রমুখ। 

পরিদর্শনকালে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আগামী ২৮ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসছেন। তিনি বগুড়ায় এসে আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় বগুড়াবাসীর উদ্দেশ্য কথা বলবেন। এ উপলক্ষে আলতাফুন্নেছা খেলার মাঠ প্রস্তুত করা হচ্ছে। তাঁর এই আগমনকে ঘিরে বগুড়ায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীসহ বগুড়াবাসী তাঁকে বরণ করতে মুখিয়ে আছেন। তিনি আরও বলেন, এই জনসভাকে ঘিরে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here