বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

0

বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে মো. নাঈম হোসেন (২১), একই গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে মো. সেলিম রেজা (২২) এবং লিটন মিয়ার ছেলে মো. রিফাত রহমান (২১)। তারা তিনজনই একে অপরের বন্ধু।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বুধবার বিকালের দিকে তিন বন্ধু নাঈম, রিফাত ও সেলিম এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে শেরপুরে যায়। ইফতারের সময় তারা দ্রুতগতিতে বাড়ির দিকে ফিরছিলেন। পথে একটি প্রাইভেটকারকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উল্টে যায়। মোটরসাইকেলে থাকা তিন বন্ধু মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছনে থাকা ট্রাকের চালক তাদের পিষ্ট করে পালিয়ে যায়।

গুরুতর আহত নাঈম, রিফাত ও সেলিমকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। পরে অচেতন সেলিম ও রিফাতকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এর কিছুক্ষণ পর সেখানে সেলিমের মৃত্যু হয়। এছাড়া রাত সাড়ে ১০টার দিকে রিফাত মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পরিদর্শক আজিজুল ইসলাম বলেন, নিহত তিন যুবকের লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এছাড়া দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় চালক-হেলপার কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্তকরণসহ চালক-হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here