বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের চাপায় অজ্ঞাত পরিচয়ের এক নারী পথচারী (৪৬) নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার শেরপুর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড (ফলপট্টি) এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, অজ্ঞাত পরিচয়ের ওই নারী এলাকায় নিয়মিত ভিক্ষা করতেন। পাশাপাশি শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে অবস্থিত করতোয়া মার্কেটে সামনে ঘুমাতেন। ঘটনার রাতে মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিমপাশে পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি দ্রুতগতির মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।