বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল মা-ছেলের

0

বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন- শাজাহানপুরের আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মোস্তাফিজুর রহমান মিঠুর স্ত্রী জাকিয়া আক্তার (২৫) ও তাদের ছেলে পাঁচ বছর বয়সী তাশফিয়ান রহমান। 

শুক্রবার (১৪ জুলাই) রাতে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বি-ব্লক কাঁটাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল চালক মিঠু গুরুতর আহত হন।
 
পুলিশ জানায়, মোস্তাফিজার রহমান মিঠু স্ত্রী জাকিয়া রেজওয়ানা তাসলি ও শিশুপুত্র তাশফিয়ানকে নিয়ে সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ মহাসড়কের উপর মোটরসাইকেলসহ পড়ে গেলে পেছন থেকে ধানবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হন মিঠুর স্ত্রী ও সন্তান। গুরুতর আহত মিঠুকে উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় হাইওয়ে পুলিশ ট্রাক জব্দ এবং চালককে আটক করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here