বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় হজো আলী মোন্না (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার মোকামতলা বাজারের বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হজো আলী মোন্না মোকামতলা হাটে বাজার করার জন্য যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের পূর্ব থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় রংপুর দিক থেকে আসা বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।