বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ২০২২-২০২৩ শিক্ষা বর্ষের এমবিএসএস কোর্সের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে প্রফেসর ডা. মাসুদুর রহমান সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমবিএসএস কোর্সের ১৫তম ব্যাচের পরিচিতি সভা উপলক্ষে টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন।
এই শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন দেশের ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ভারত, নেপাল ও ভুটানের শিক্ষার্থী রয়েছেন।