বগুড়ায় শীতার্ত ও অসহায় ২ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাইন্স মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী। তিনি বলেন, আমাদের সকল কাজ হওয়া উচিত মানবতার জন্য। সকলের স্ব-স্ব অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।