বগুড়ায় জামাইয়ের হাতে শ্বশুর খুন

0

বগুড়ার শিবগঞ্জে জামাইয়ের ছুরিকাঘাতে বৃদ্ধ শ্বশুর আব্দুস সাত্তার (৭০) খুন হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে গত ৬ ডিসেম্বর উপজেলার শব্দলদিঘী গ্রামে অসুস্থ নাতনি স্নিগ্ধাতে (৮) দেখতে যান সাত্তার। সেখান থেকে ফেরার পথে মেয়ে জামাই মতিয়ার রহমান পারিবারিক কলোহের জেরে তাকে মারধরের পর মাথায় ছুরিকাঘাত করে। স্থানীয়রা টের পেয়ে সাত্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। অবস্থার অবনিত হলে তাকে হাসপাতলটির আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। 

এই ঘটনায় গত ৮ ডিসেম্বর তার ছেলে মিজানুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাত্তারের মেয়ের জামাই মতিয়ারসহ পাঁচজনকে আসামি করা হয়। পুলিশ জানিয়েছে, মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে। 

নিহতের ছেলে ও মামলার বাদী মিজানুর রহমান জানান, প্রায় ১৮ বছর আগে বড় বোন সান্তনা খাতুনের সাথে পাশের শব্দলদিঘী গ্রামের মতিয়ারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি তুচ্ছ ঘটনায় সান্তনাকে মারধর করে আসছিল। মতিয়ারের অভিযোগ তাকে জামাই হিসেবে ঠিকমতো দাওয়াত ও সমাদর করা হতোনা। এজন্য তিনি বোনকে আমাদের বাড়িতেও আসতে দিতেন না। প্রায় বছরখানেক আগেও মতিয়ার আমার বাবাকে মারধর করেছিলেন। বোনের সংসারের খাতিরে বিষয়টি আমারা মেনে নেই। গত ৬ ডিসেম্বর অসুস্থ ভাগ্নি স্নিগ্ধাকে দেখে আসার পথে মতিয়ার তার আত্মীয়দের নিয়ে বাবাকে মারধরের পর মাথায় ছুরিকাঘাত করে। 

তিনি আরও জানান, আমার বাবাকে কোন দোষ ছাড়াই মতিয়ার খুন করেছে। তাকে দ্রূত গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি। 

শিবগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক আছেন। তাদের দ্রূত গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here