বগুড়া সদর উপজেলায় আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার নামুজা সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত নসির উদ্দিনের ছেলে। তিনি বিভিন্ন হাটে গরু কেনাবেচা করতেন।
বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, দুর্বৃত্তরা নামুজায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।