বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বগুড়ায় সমাবেশ করা হয়েছে। জেলা বিএনপির আয়োজনে সোমবার বিকেলে শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হয়।
এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
সমাবেশকে ঘিরে বগুড়া জেলার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসেন। এতে দলটির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে খালেদা জিয়ার মুক্তির জন্য নানারকম শ্লোগান দেন। সমাবেশকে কেন্দ্র করে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।