বগুড়ায় কৌশল পাল্টিয়ে মাঠে নামলো জামায়াত

0

বগুড়ায় কৌশল পাল্টিয়ে মাঠে নেমেছে জামায়াত। প্রকাশ্যে জামায়াতের নেতাকর্মীরা ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে। সুইডেনে মহাগ্রন্থ আল-কোরআন পোড়ানের প্রতিবাদে শুক্রবার বাদ জুমা বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে মিছিল করে দলটি। বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন শ্লোগান প্রদান করা হয়। 

শুক্রবার বাদ জুমা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন রোডের সেন্ট্রাল মসজিদের সামনে সমবেত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ওলামা মাশায়েখ পরিষদে বগুড়া জেলা শাখার সভাপতি ও জামায়াত নেতা মাও. আলমগীর হোসাইন। বক্তব্য রাখেন সংগঠনের জেলার প্রধান উপদেষ্টা ও শহর জামাতের আমির আবিদুর রহমান সোহেল, উপদেষ্টা মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারী মাওলানা আব্দুল হালিম বেগ। 

বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক জানান, জামায়াত তার সাংগঠনিক কাজকর্ম আগেও করেছে এখনো করছে। শুধুমাত্র পুলিশি বাধার কারণে কিছুটা আড়ালে থাকতে হয়েছে। আগামী দিনগুলোতে জামায়াত দলীয় কর্মসূচি নিয়ে রাজপথে সোচ্চার থাকবে। কারো ভয়ে আমরা ভীত না। দলের সিদ্ধান্তমতেই সকল কর্মসূচি পালন করা হবে। আগামী দিনে বগুড়ায় সকল দলীয় কর্মসূচি পালন করবে জামায়াত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here